BTemplates.com

Adobe Photoshop: Lecture 3: Color Selection বক্স,বিভিন্ন কালারের Text লেখা


Color Selection Box

After discussing the tool or options bar, let us have a little more discussion with the color Selection box at the bottom of the tool box, the biggest tool that is made of two squares. The foreground or background color currently selected by it can be changed. If an area of ​​the file is selected and deleted, then it is filled with the background color. On the other hand, if you want to add something to the image, that means to fill a selected area or create a brush stroke or to text, text, etc. it is in the foreground color.
Color Selection বক্স
টুল বা অপশনস্ বারের আলোচনার পর টুল বক্সের নিচের দিকে অবস্থিত Color Selection বক্স, সবচেয়ে বড় টুলটি যা দুইটি বর্গক্ষেত্র দিয়ে তৈরী সেটি নিয়ে সামান্য আলোচনা করা যাক। এটির দ্বারা বর্তমানে সিলেক্ট করা Foreground বা Background কালার পরিবর্তন করা যায়। যদি ফাইলের  কোন এলাকা সিলেক্ট করে মুছে ফেলা (Delete) হয়, তবে Background কালার দিয়ে সেটি পূরণ হয়ে যায়। অপরদিকে ইমেজে কোন কিছু যোগ করতে চাইলে অর্থ্যাৎ কোন সিলেক্টেড এলাকা Fill করা বা  কোন ব্রাশ ষ্ট্রোক তৈরী করা বা Text, লেখা ইত্যাদির ক্ষেত্রে Foreground কালার দিয়ে সেটি হয়ে থাকে।


The foreground color at the top of the square box and the background color below. Click on any one of the color picker to come and select any color from there.
বর্গাকৃতি বক্সের উপরেরটিতে Foreground কালার এবং নিচেরটিতে Background কালার নির্দেশ করে। যে কোন একটিতে ক্লিক করলে Color Picker আসে এবং সেখান থেকে যে কোন কালার সিলেক্ট করা যায়।
To get the default Photo Gallery Foreground (Black) and Background (White) color, click the Default color icon (at the bottom left of the Color Selection box). (Shortcut key = D)
দ্রুত ফটোশপের ডিফল্ট Foreground (Black) and Background (White) কালার পেতে হলে Default কালার আইকনে () (Color Selection বক্সের নিচে বাম দিকে অবস্থিত) ক্লিক করুন। (শর্টকাট কী = D)
If you want to get foreground (white) and background (white) color in the foreground (white) and background (black) then click on the switch color icon (the right-hand side of the color Selection box) (). If you want to get back to the previous state, click the Change icon () again. It works like a switch.
যদি Foreground (Black) and Background (White) কালারকে উল্টাভাবে পেতে চান অর্থ্যাৎ Foreground (White) এবং Background (Black) করে পেতে চান তবে Switch কালার আইকনে (Color Selection বক্সের উপরে ডান দিকে অবস্থিত দুই মুখী তীর চিহ্নটি) () ক্লিক করুন। যদি পূর্বের অবস্থায় ফেরৎ পেতে চান তবে Switch কালার আইকনে () আবারও ক্লিক করুন। এটি সুইচের মতো কাজ করে।
Text writing in different colors
Let's find out more about a file about Photoshop's Foreground Color, Background Color, Default color, Switch color, etc.
We know that no file comes up when you start Photoshop. For this, it has to be opened with a blank file or any image command.
বিভিন্ন কালারের Text  লেখা
চলুন Photoshop এর Foreground Color, Background Color, Default কালার , Switch কালার  ইত্যাদি সম্পর্কে ফাঁকা একটি ফাইল নিয়ে বিস্তারিত জানা যাক।
আমরা জানি, ফটোশপ শুরু করলে কোন ফাইল আসে না। এজন্য কোন ফাঁকা (Blank) ফাইল বা কোন ইমেজ কমান্ড দিয়ে খুলে নিতে হয়।
1. From the menu, enter File> New (Ctrl + N) command. New dialog box for new file settings will appear. Keep the previous setting.
১. মেনু থেকে File>New (Ctrl+N) কমান্ড দিন। নতুন ফাইল সেটিং এর জন্য New ডায়ালগ বক্স আসবে। পূর্বের সেটিং রাখুন।
2. In the Background Contents / Contents option at the bottom, select White and select the white color for the background and OK. A blank page will come.
.       নিচের দিকের Background Contents/ Contents অপশনে White সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডের জন্য সাদা রং সিলেক্ট করুন এবং OK করুন। একটি ফাঁকা পেজ আসবে।
3. Click on the Foreground Color from the Color Selection Box.

  The color picker will come. Select the red color and click OK.
 3.  Color Selection বক্স থেকে Foreground Color (উপরের বক্সটি)’র উপর ক্লিক করুন। 
 কালার পিকার আসবে। লাল রং সিলেক্ট করে OK করুন।
 
Foreground Color will be the red color.
 Foreground Color লাল রং হবে।  
4. Again, from the Color Selection box, click on Background Color (the bottom of the box). Color Picker: Select the blue color.
৪. আবারও Color Selection বক্স থেকে Background Color এর (জোড়া বক্সের নিচেরটি) উপর ক্লিক করুন। কালার পিকার আসলে নীল রং সিলেক্ট করুন।
5. Type Tool (tool) from the tool box and click on the blank image and enter "NOVA". The text of the red color will be written.
5. টুল বক্স থেকে Type টুল () সিলেক্ট করুন এবং ফাঁকা ইমেজের উপর ক্লিক করে লিখুন ‘‘NOVA’’ লাল রং এর টেক্সট লেখা হবে।

6. Now click on the Switch Color icon () (double-edged arrow in the upper right of the box) (shortcut key = X).
6. এবার Switch Color আইকনে () (জোড়া বক্সের উপরের ডান দিকে বাঁকা দ্বিমুখী তীর) ক্লিক করুন (শর্টকাট কী = X)
The foreground and the background color will be overturned.
Foreground এবং Background কালার উল্টা হয়ে যাবে।
                                                                            Before
 আগে
Afterwards
পরে 
7. Write again "NOVA". The blue color will be written.
7.  আবারও লিখুন “NOVA”। এবার নীল রংয়ের লেখা হবে।