Adobe Photoshop: Lecture 1: Photoshop Tools
You can choose to engage yourself with creative work and use your creativity to build a career in your own Graphic Design. The demand of this growing day by day.
নিজেকে সৃষ্টিশীল কাজের সঙ্গে সম্পৃক্ত করতে এবং আপনার সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নিজেরে ক্যারিয়ার গড়তে বেছে নিতে পারেন গ্রাফিক্স ডিজাইন। দিন দিন বেড়েই চলেছে এর চাহিদা।
The question is, why learn Photoshop?
1. Learn Photoshop because it's one of the most popular design software. In the case of word processing or database or programming software, we have seen many alternatives. But for photos editing or image editing, I did not see the alternative of Photoshop. A computer artist or a designer or a multimedia presentation or a non-amateur photographer, did not see any other programming as well as one who does not use Photoshop every day. If you are a computer user, I believe Photoshop has opened at least several times, if not, at least you have heard the name.
প্রশ্ন হচ্ছে, ফটোশপ কেন শিখবো ?
1. ফটোশপ শিখবো কারণ এটি সর্বাধিক জনপ্রিয় একটি ডিজাইন সফটওয়ার। ওয়ার্ড প্রোসেসিং বা ডাটাবেজ বা প্রোগ্রামিং সফটওয়ারের ক্ষেত্রে প্রতিটির কোন না কোন বিকল্প দেখেছি। কিন্তু ফটো এডিটিং বা ইমেজ এডিটিং এর ক্ষেত্রে Photoshop এর বিকল্প আমার চোখে পড়েনি। একজন কম্পিউটার আর্টিস্ট বা ডিজাইনার বা মাল্টিমিডিয়া প্রেজেন্টর বা একজন কেবল সৌখিন অাঁকিয়ে, অন্যান্য প্রোগ্রামিং এর পাশাপাশি প্রতিদিন Photoshop ব্যবহার করেন না এরকম একজনকেও দেখিনি। আপনি যদি কম্পিউটার ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আমার বিশ্বাস ফটোশপ অন্তত কয়েকবার খুলে দেখেছেন, যদি তা নাও করে থাকেন অন্তত নাম শুনেছেন।
2. Secondly, after completing the program as well as other software, the
fun is discoverd and can be work - not that, just start, it is
enjoyable every moment in Photoshop and from learning of beginning to do
professional work it is also applicable. Another interesting fact is
that for the past few years, I have always invented new things in
Photoshop and have been enjoying every moment.
2. দ্বিতীয়ত অন্যান্য সফটওয়ারের মতো প্রোগ্রামটি পরিপূর্ণ রপ্ত করার পরেই মজাটি পাওয়া যাবে এবং কাজ করা যাবে- এমন নয়, একবার শুরু করে দেখুন Photoshop-এ প্রতিটি মুহূর্তই উপভোগ্য এবং এটি দেখার সময় থেকে শুরু করে শেখার পর প্রোফেশনাল কাজ করার ক্ষেত্রেও প্রযোজ্য। আর একটি মজার ব্যাপার হলো গত কয়েক বছর ধরে ফটোশপের ক্ষেত্রে আমি নিয়তই নতুন জিনিস আবিষ্কার করছি এবং প্রতিটি মুহূর্তই উপভোগ করছি।
2. দ্বিতীয়ত অন্যান্য সফটওয়ারের মতো প্রোগ্রামটি পরিপূর্ণ রপ্ত করার পরেই মজাটি পাওয়া যাবে এবং কাজ করা যাবে- এমন নয়, একবার শুরু করে দেখুন Photoshop-এ প্রতিটি মুহূর্তই উপভোগ্য এবং এটি দেখার সময় থেকে শুরু করে শেখার পর প্রোফেশনাল কাজ করার ক্ষেত্রেও প্রযোজ্য। আর একটি মজার ব্যাপার হলো গত কয়েক বছর ধরে ফটোশপের ক্ষেত্রে আমি নিয়তই নতুন জিনিস আবিষ্কার করছি এবং প্রতিটি মুহূর্তই উপভোগ করছি।
We know of the world-famous band Beatles, which were incredibly popular worldwide. The same applies to graphics software.
বিশ্ববিখ্যাত ব্যান্ড দল বিটলস এর কথা আমরা জানি, যেটি বিশ্বব্যাপী অসম্ভব জনপ্রিয় ছিল। গ্রাফিক্স সফটওয়ারের ক্ষেত্রেও ব্যাপারটি প্রযোজ্য।
বিশ্ববিখ্যাত ব্যান্ড দল বিটলস এর কথা আমরা জানি, যেটি বিশ্বব্যাপী অসম্ভব জনপ্রিয় ছিল। গ্রাফিক্স সফটওয়ারের ক্ষেত্রেও ব্যাপারটি প্রযোজ্য।
Many
of those who have Photoshop do not know all the options of Photoshop,
there is no need, but which options knows what to know well.
যারা ফটোশপ করেছেন তাদের অনেকেই ফটোশপের সব অপশন জানেন না, দরকারও নেই, তবে যেটুকু জানেন সেটুকু ভালোভাবে জানতে হবে।
যারা ফটোশপ করেছেন তাদের অনেকেই ফটোশপের সব অপশন জানেন না, দরকারও নেই, তবে যেটুকু জানেন সেটুকু ভালোভাবে জানতে হবে।
Another aspect of
Photoshop is that when you first work in Photoshop, you will not have to
draw anything - you have to edit. If a white leaf is placed in front of
you, it is said to draw a figure, if you are not a professional, then
one subject will consume you, that is fear. But a photograph with a
number of different pictures is said to tell you by selecting the
preference and cut and edit, the matter is a lot easier.
ফটোশপের ক্ষেত্রে আরও একটি দিক হচ্ছে যখন আপনি ফটোশপে প্রথম কাজ করবেন, আপনাকে তখন কিছু অাঁকতে হবে না - আপনাকে এডিট করতে হবে। একটি সাদা পাতা আপনার সামনে ধরিয়ে দিয়ে যদি বলা হয় একটি ফিগার অাঁকুন, স্বভাবতই আপনি প্রোফেশনাল না হলে একটি বিষয় আপনাকে গ্রাস করবে, সেটি হচ্ছে ভয়। কিন্তু বিভিন্ন ফিগার সম্বলিত একটি ফটোগ্রাফ আপনাকে দিয়ে যদি বলা হয় পছন্দেরটি বেছে নিয়ে সিলেক্ট করুন এবং কেটে নিয়ে এডিট করুন, ব্যাপারটি অনেক সহজ।
ফটোশপের ক্ষেত্রে আরও একটি দিক হচ্ছে যখন আপনি ফটোশপে প্রথম কাজ করবেন, আপনাকে তখন কিছু অাঁকতে হবে না - আপনাকে এডিট করতে হবে। একটি সাদা পাতা আপনার সামনে ধরিয়ে দিয়ে যদি বলা হয় একটি ফিগার অাঁকুন, স্বভাবতই আপনি প্রোফেশনাল না হলে একটি বিষয় আপনাকে গ্রাস করবে, সেটি হচ্ছে ভয়। কিন্তু বিভিন্ন ফিগার সম্বলিত একটি ফটোগ্রাফ আপনাকে দিয়ে যদি বলা হয় পছন্দেরটি বেছে নিয়ে সিলেক্ট করুন এবং কেটে নিয়ে এডিট করুন, ব্যাপারটি অনেক সহজ।
And the last thing is -
Photoshop is a software that will be enjoyable every time from the time
of learning to work hours; And this could be the source of your income.
আর শেষ কথা হলো - Photoshop এমন একটি সফটওয়ার যেটি শেখার সময় থেকে শুরু করে কাজের সময় পর্যন্ত প্রতিটি মুহূর্ত হবে উপভোগ্য; আর এটিই হতে পারে আপনার আয়ের উৎস।
আর শেষ কথা হলো - Photoshop এমন একটি সফটওয়ার যেটি শেখার সময় থেকে শুরু করে কাজের সময় পর্যন্ত প্রতিটি মুহূর্ত হবে উপভোগ্য; আর এটিই হতে পারে আপনার আয়ের উৎস।
And yes - I know many
people who are Photoshop Professionals, and know who are not familiar
with all the photoshop options and do not need them. But know what that
knows best, ie know the details.
ও হ্যাঁ - ফটোশপই পেশা, এমন অনেককেই আমি চিনি এবং জানি যারা ফটোশপের সবগুলো অপশনের সাথে পরিচিত নন এবং দরকারও নাই। তবে যেটুকু জানেন সেটুকু ভালোভাবেই জানেন অর্থাৎ Details জানেন।
ও হ্যাঁ - ফটোশপই পেশা, এমন অনেককেই আমি চিনি এবং জানি যারা ফটোশপের সবগুলো অপশনের সাথে পরিচিত নন এবং দরকারও নাই। তবে যেটুকু জানেন সেটুকু ভালোভাবেই জানেন অর্থাৎ Details জানেন।
So let's start with the
basic things before the details of Photoshop. Now we will discuss how to
open Photoshop's work area and Photoshop files.
তো চলুন Photoshop এর বিস্তারিত জানার আগে প্রাথমিক বিষয়গুলো নিয়ে শুরু করা যাক। এখন আমরা ফটোশপের ওয়ার্ক এরিয়া এবং ফটোশপের ফাইল খোলার পদ্ধতি আলোচনা করবো।
Start Photoshop
Photoshop can be started at the beginning of other applications. Enter the following commands while on the desktop.
তো চলুন Photoshop এর বিস্তারিত জানার আগে প্রাথমিক বিষয়গুলো নিয়ে শুরু করা যাক। এখন আমরা ফটোশপের ওয়ার্ক এরিয়া এবং ফটোশপের ফাইল খোলার পদ্ধতি আলোচনা করবো।
Start Photoshop
Photoshop can be started at the beginning of other applications. Enter the following commands while on the desktop.
ফটোশপ শুরু করা
অন্যান্য এ্যাপ্লিকেশন শুরুর নিয়মেই ফটোশপ শুরু করা যায়।
ডেস্কটপে থাকা অবস্থায় নিচের কমান্ড দিন।
In Windows (Windows এর ক্ষেত্রে)
In Windows (Windows এর ক্ষেত্রে)
Steps
1. 1. Click
on Start (Button)> All Progrms> Adobe Master Collection CC / CS6 /
CS5 /> Adobe Photoshop CS- Photoshop CC / CS6 / CS5. Photoshop will
begin...
1. Start>All Progrms>Adobe Master Collection CC/CS6/CS5/>Adobe Photoshop CS-
Photoshop CC/CS6/CS5 এর ক্ষেত্রে
কমান্ড দিন।
ফটোশপ শুরু হবে।
In Mac OS (Mac OS এর ক্ষেত্রে)
Steps
1. Double-click on the folder Adobe Photoshop and again Double-click on Adobe Photoshop CC / CS6 / CS5 / 7.0) icon. Photoshop will begin..
1. Double-click on the folder Adobe Photoshop and again Double-click on Adobe Photoshop CC / CS6 / CS5 / 7.0) icon. Photoshop will begin..
1. ডাবল ক্লিক করে Adobe
Photoshop ফোল্ডার খুলুন
এবং Adobe
Photoshop CC/CS6...CS1) আইকনের উপর ডাবল ক্লিক
করুন। ফটোশপ শুরু হবে।
.
.
On starting photoshop menubar, tool box, tool options bar and 4
palettes will appear. Notice that no blank file or image will be open.
Photoshop does not open any files automatically, until open a file with
command.
ফটোশপ শুরু হওয়া মাত্র মেনুবার, টুল বক্স, টুল অপশনস বার
এবং ৪টি প্যালেট ভেসে উঠবে। লক্ষ্য করুন, কোন ফাঁকা ফাইল বা ইমেজ Open হবে না। ফটোশপে
স্বয়ংক্রিয়ভাবে কোন ফাইল খোলে না, যতক্ষণ পর্যন্তু না কমান্ড দিয়ে ফাইল খোলা হয়।
Using the Tool Box
The tool box contain Selection Tool, Painting Tool, Editing Tool,
Foreground and Background Colorscreen Box and Viewing Tool by default. Slowly
we will discuss all the tools through the project. For now, in this chapter we
discuss a few of the most widely used tools and menus. This initial discussion
will be easy to understand and explain the next discussion.
When a file open on the left side of the file contain Toolbar is arranged only in 1 column. Notice that there are two triangle buttons on the top right corner of the Toolbar. It works like a switch, ie clicking on it, the toolbar is shown in 2 columns, and again clicking on the toolbar shows the 1 column. Click on the arrow two to show the toolbar in 2 columns. It will be useful to understand the discussion.
When a file open on the left side of the file contain Toolbar is arranged only in 1 column. Notice that there are two triangle buttons on the top right corner of the Toolbar. It works like a switch, ie clicking on it, the toolbar is shown in 2 columns, and again clicking on the toolbar shows the 1 column. Click on the arrow two to show the toolbar in 2 columns. It will be useful to understand the discussion.
Tool
Box এর ব্যবহার
টুল বক্সে Selection টুল, Painting টুল, Editing টুল, Foreground and
Background কালারসিলেকশন
বক্স এবং Viewing টুল থাকে। ধীরে ধীরে
আমরা সমস্ত টুল নিয়ে প্রোজেক্টের মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো। আপাতত এই অধ্যায়ে আমরা
বহুল ব্যবহৃত কিছু টুল এবং মেনু নিয়ে সামান্য আলোচনা করছি। এই প্রাথমিক আলোচনা
পরবর্তী আলোচনা বুঝতে এবং ব্যাখ্যা করতে সহজ হবে।
ফাইল খোলা মাত্র বামদিকে লম্বা করে ১ কলামে টুলটি সাজানো
থাকে। লক্ষ্য করুন টুলের একদম উপরে
ডানদিকে মুখ করা ছোট দুইটি ত্রিভূজ বাটন আছে। এটি সুইচের মত কাজ করে অর্থাৎ এটিতে
ক্লিক করলে টুলবার ২টি কলামে প্রদর্শিত হয় আবার ক্লিক করলে টুলবার ১টি কলামে
লম্বা হয়ে প্রদর্শিত হয়। তীর দুটিতে ক্লিক
করে টুলবারকে ২ কলামে প্রদর্শন করে নিন। এতে আলোচনা বুঝতে সুবিধা হবে।
Photoshop Tool Box
Photoshop
CC