BTemplates.com

MS Excel: Lecture 7: Salary Sheet তৈরী


Salary Sheet তৈরী
এখন আমরা একটি Salary Sheet তৈরী করবো। প্রত্যেকের একটি Basic বেতন থাকবে। বাড়ীভাড়া বা House Rent (H. Rent) হবে Basic এর 50%, Medical Allowance (Medical) হবে Basic এর 20%, যাতায়াত খরচ বা Convence হবে Basic এর 15% এবং অন্যান্য খরচ (Others) বাবদ Basic এর 5% প্রত্যেকে পাবে। Basic, H.Rent, Medical, Convence এবং Others যোগ করে Gross Salary বার করতে হবে।
এরপর Income Tax কাটা যাবে Basic এর উপর ভিত্তি করে। যেমন Basic যদি 1500 টাকা বা তার কম হয় তবে কোন Income Tax কাটা যাবে না। Basic যদি 3000 টাকা বা তার নিচে হয় তবে 2% ট্যাক্স কাটা যাবে। Basic যদি 4500 টাকা বা তার নিচে হয় তবে 4% ট্যাক্স কাটা যাবে। Basic যদি 6000 টাকা বা নিচে হয় তবে 6% ট্যাক্স কাটা যাবে। Basic যদি 7500 টাকা বা নিচে হয় তবে 8% ট্যাক্স কাটা যাবে।  Basic যদি 7500 টাকার উপরে হয় তবে 10% ট্যাক্স কাটা যাবে। এভাবে Income Tax বের করতে হবে। Provident Fund (P.Fund) কাটা যাবে Basic এর 10%। এভাবে Provident Fund এবং Income Tax যোগফল বার করে Total Payable (Total Pay) বার করা হবে। এরপর Gross Salary থেকে Total Pay বাদ দিলেই Net Pay পাওয়া যাবে। চলুন Salary Sheetটি তৈরী করা যাক।
1.       হুবুহু নিজের মত একটি Worksheet তৈরী করুন।
2.      এখন D2 সেলে পয়েন্টার রেখে টাইপ করুন =C2*50% এবং Enter দিন। Basic এর 50% বাড়ীভাড়া পাওয়া যাবে।

3.      E2 সেলে পয়েন্টার রেখে টাইপ করুন =C2*20% এবং Enter দিন। Basic এর 20% Medical Allouance পাওয়া যাবে।

4.       F2 সেলে পয়েন্টার রেখে টাইপ করুন =C2*15% এবং Enter দিন। Basic এর 15% Convence পাওয়া যাবে।

5.       G2 সেলে পয়েন্টার রেখে টাইপ করুন =C2*5% এবং Enter দিন। Basic এর 5% অন্যান্য খরচ পাওয়া যাবে। এখনই এই প্রাপ্ত ফলাফল যোগ করে Total করবো।
6.      H2 সেলে পয়েন্টার রেখে টাইপ করুন =Sum(D2:G2) এবং Enter দিন।

এখন Basic বেতনের সাথে অন্যান্য প্রাপ্য খরচ যোগ করে Gross Salary বার করবো।

7.       I2 সেলে পয়েন্টার রেখে টাইপ করুন =C2+H2 এবং Enter দিন। I2 সেলে Gross Salary পাওয়া যাবে। এখন Income Tax বার করতে হবে।
8.      J2 সেলে পয়েন্টার রেখে টাইপ করুন।  
=IF(C2<=1500,C2*0%,IF(C2<=3000,C2*2%,IF(C2<=4500,C2*4%,IF (C2<=6000,C2*6%,IF(C2<=7500, C2*8%, IF(C2>7500,C2*10%))))))
এবং Enter দিন। I2 সেলে Income Tax পাওয়া যাবে।

9.       K2 সেলে পয়েন্টার রেখে টাইপ করুন। =C2*10% এবং Enter দিন। Provident Fund পাওয়া যাবে। এখন Income TaxProvident Fund যোগ করে Total Payable মান বার করবো।

10.  L2 সেলে পয়েন্টার রেখে টাইপ করুন =Sum(J2:K2) এবং Enter দিন।

11.   M2 সেলে পয়েন্টার রেখে =I2-L2 টাইপ করে Enter দিন। ব্যাস Net Salary পাওয়া যাবে।
12.  সবশেষে D2 সেল থেকে M2 সেল পর্যন্ত সিলেক্ট করে Clipboard কমান্ডগ্রুপ থেকে Copy কমান্ড দিন।

13. D3 সেল থেকে M11 সেল পর্যন্ত ব্লক/সিলেক্ট করে Clipboard কমান্ডগ্রুপ থেকে Paste কমান্ড দিন। অথবা

14.   D2 সেল থেকে M2 সেল পর্যন্ত সিলেক্ট করে Fill Handee কে M11 সেল পর্যন্ত ড্রাগ করুন।


সমস্ত অংশে Net Salary পাওয়া যাবে।